সন্তান হওয়ার চাইতে বাবা হওয়া বড় বিষয় : ওবামা
প্রেসিডেন্ট বারাক ওবামা মনে করেন, সন্তান হওয়ার চাইতেও বাবা হওয়াটা আরো বেশি আনন্দের। যুক্তরাষ্ট্রের কর্মজীবী বাবাদের জন্য তাদের পরিবারকে সময় দেয়া সহজ করতে একটি নীতি গ্রহণ করতে চলেছে তার প্রশাসন। এ উপলক্ষে তিনি বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করেছেন।
আগামীকাল রোববার বাবা দিবসে মার্কিন সরকারের ওই পরিকল্পনা প্রকাশ করার কথা রয়েছে। এর আগে শুক্রবার প্রেসিডেন্ট ওবামা বলেন,‘কর্মজীবী বাবারা যাতে তাদের পরিবার ও ছেলেমেয়েদের আরো বেশি সময় দিতে পারেন এজন্য নতুন নীতি গ্রহণ করতে চলেছে আমাদের প্রশাসন। ওই নীতিতে ছুটিছাটাসহ আরো বেশ কিছু সুযোগ সুবিধা থাকবে।’
তিনি বলেন,‘আমরা চাই কর্মজীবী বাবারা তাদের সন্তানদের প্রতি আরো যত্নবান ও দায়িত্বশীল হয়ে উঠুন। পরিবারকে সময় দেয়ার ক্ষেত্রে তারা যাতে কোনো ধরনের অজুহাত বের করতে না পারে এজন্য আমরা কর্মজীবী বাবাদের ওপর থেকে চাপ কমিয়ে নিচ্ছি।’
এসময় প্রেসিডেন্ট ওবামা আরো বলেন,‘সন্তান হওয়ার চাইতেও বাবা হওয়া অনেক বড় বিষয়। কেননা ছেলেমেয়েদের ভালোবাসা আর সমর্থন দেয়ার মত সাহসিকতার কাজটি বাবারাই করে থাকেন। তাই আপনাদের সেরা বাবা-মা হওয়ার প্রতি আরো নজর দেয়া প্রয়োজন। ছেলেমেয়ের সকল প্রয়োজন পূরণ করার মাধ্যমে আমাদের শিশুদের জীবনে রোলমডেল স্থাপন করা উচিত।’
ওবামা বলেন, ‘আমরা আমাদের পরিবারের সঙ্গে যেসব মুহূর্ত কাটাই জীবনে তার চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না। আমরা খাওয়ার টেবিলে বাচ্চাদের গল্পের ছলে অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করতে পারি যা পরবর্তীতে শিশুদের শিক্ষা ও বেড়ে উঠায় সাহায্য করে।’
ব্যক্তিগত জীবনে ওবামাও একজন বাবা। তার মালিহা ও সাশা নামে দুই মেয়ে রয়েছে।
মন্তব্য চালু নেই