ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় মালুকু প্রদেশে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

ভূমিকম্পের আঘাতে ১৮টির মত বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদেশের টেরনেট শহর থেকে ১শ ২৪ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫৪ কিলোমিটার।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। মালুকু প্রদেশের টেরনেট, হালমাহেরা বারাত শহর, উত্তরাঞ্চলীয় সুলায়েশি প্রদেশের বিতুং এবং মানাদো শহরে ভূমিকম্পের সময় প্রচন্ড কম্পন অনুভূত হয়েছে।

ইন্দোনেশিয়া ভূমিকম্প প্রবণ এলাকা। প্যাসিফিক রিং অফ ফায়ারের প্রভাবে সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।



মন্তব্য চালু নেই