সন্তানহীন নারী অপরিপূর্ণ : এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, যে সকল নারী সন্তান নিতে অনীহা প্রকাশ করে তাদের জীবন অপরিপূর্ণ। নারীদের অন্তত তিনটি সন্তানের মা হওয়ার পরামর্শ দেন তিনি।

বিবিসির খবরে বলা হয়, নারীদের কর্ম জীবনের সফলতা কামনা করেন তিনি। কিন্তু এ বিষয়টি যেন সন্তানের প্রতি অনীহার কারণ হয়ে না দাঁড়ায় সে দিকেও লক্ষ্য রাখতে বলেন তিনি।

গত সপ্তাহে এরদোয়ান মুসলমানদের জন্মবিরতিকরণের বিষয়ে অনুৎসাহিত করে বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দেন।

৩০ মে একটি টেলিভিশন ভাষণে তিনি বলেন, মুসলমান পরিবারের জন্মনিয়ন্ত্রণ অথবা পরিবার পরিকল্পনা করা উচিৎ নয়।

এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির কিছুটা মৌলবাদী এবং এর সমর্থকদের বেশিরভাগই রক্ষণশীল মুসলমান।

এরদোয়ান নিজেও ৪ সন্তানের জনক।

পরিসংখ্যান মতে তুরস্কে জনসংখ্যা গত বছরে বৃদ্ধি পেয়ে প্রায় ৭ কোটি ৮৭ লাখ হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার দেশটিতে ১.৩ শতাংশ। ২০০০ সালেও জনসংখ্যা ৬ কোটি ৮০ লাখের কম ছিল।



মন্তব্য চালু নেই