আদালতে তালেবানের হামলায় নিহত ৫
আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি অাদালতে তালেবান জঙ্গিদের বন্দুক হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। রোববারের এ হামলায় আহত হয়েছে আরো অন্তত ১৯ জন। আদালতে ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান।
গত মাসে তালেবানের ৬ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠীটি।
রাজধানী কাবুলের দক্ষিণের শহর লোগার প্রদেশের পুল-ই-আলম আদালতে দুই বন্দুকধারী গুলি চালিয়েছে বলে প্রদেশের উপ-পুলিশ প্রধান নেসার আহমাদ আব্দুল রাহিমজাই বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন। নিহত ৫ জনের মধ্যে আপিল বিভাগের নতুন প্রধানও রয়েছেন বলে তিনি জানান।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় নিহত হওয়ার আগে দুই হামলাকারীর গুলিতে অন্তত ১৯ জন আহত হয়েছেন।
তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, গত মাসের শুরুতে ৬ তালেবান বন্দীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশোধের জবাবে ওই হামলা চালানো হয়েছে।
মন্তব্য চালু নেই