এবার আইএস জঙ্গিদের টার্গেটে বলিউড তারকারা

আইএসএবার ভারতের অভ্যন্তরে ছড়িয়ে দিতে চায় তাদের নেটওয়ার্ক। এমন পরিকল্পনা বাস্তবায়ন করতে দরকার প্রচুর অর্থের। আর তাই তাদের লক্ষ্য এখন বলিউড। জানা গেছে, বলিউড তারকাদের জিম্মি করে টাকা আদায়ের পরিকল্পনা করছে ‘জানুদ আল খলিফা এ হিন্দ’ সংগঠনটি।

ভারতীয় একটি সংবাদ পত্রিকা থেকে জানা যায়, সেই জঙ্গী সংগঠনটি এমন পরিকল্পনা করছে গত বছরের সেপ্টেম্বর থেকে। তাদের ফান্ডে প্রচুর টাকা প্রয়োজন বলেই এমন কিছু করার চিন্তা করছে সেই চক্রটি। সম্প্রতি একটি পুলিশি জিজ্ঞাসাবাদে এমনটি স্বীকার করেছে দুইজন সন্ত্রাসী।

যদিও তাদের এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারছে না সংগঠনটি। বলিউডের তারকাদের প্রতি কড়া নিরাপত্তার ব্যবস্থা রেখেছে ভারতীয় সিকিউরিটি এজেন্সিগুলো। তাই অনলাইনে সন্ত্রাসীদের ক্রিয়াকলাপ প্রকাশ হয়ে যাওয়ায় আগেই সমস্ত প্রস্তুতি নিয়ে নিচ্ছে নিরাপত্তা বাহিনী।



মন্তব্য চালু নেই