এবার এসিডে ডুবিয়ে আইএসের জঘন্য হত্যাকাণ্ড!
আইএসের প্রতিটি হত্যাকাণ্ড একটির তুলনায় অপরটি আরও বেশি জঘন্য ও গুরুতর হয়। এর আগে গুলি করে হত্যা, প্রকাশ্যে রাস্তায় মাথা কর্তন করে হত্যা করে তারা।
ডেইলি মেইলের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইরাকের শহর মসুলের ২৫ জন মানুষকে নাইট্রিক এসিডে ডুবিয়ে হত্যা করা হয়। যারা বিজ্ঞান বিভাগের ছাত্র রয়েছেন, তারা অবশ্যই জানেন নাইট্রিক এসিড কতটা বিপদজনক। সমস্ত শরীরে আগুন লাগ্লে যেভাবে ঝলসে যায়, এই এসিডও সেরূপ কাজ করে।
ইরাকি সরকারের কিছু বিশ্বস্ত লোক হিসেবে এই ২৫ জনকে হত্যা করে আইএস। তাদেরকে নাইট্রিক এসিডের বেসিনে ডুবিয়ে হত্যা করা হয়। তাদের শরীরের বিভিন্ন অঙ্গ গলে সেই পানিতে বের হয়ে যাওয়া পর্যন্ত সেই এসিডে ডুবিয়ে রাখা হয়।
মন্তব্য চালু নেই