গৌরনদীতে অবৈধ কারেন্ট জালে অগ্নিসংযোগ
বরিশাল প্রতিনিধি : গৌরনদী উপজেলার মাহিলাড়া হাটে শনিবার বিকেলে অভিযান চালিয়ে প্রকাশ্যে অবৈধ কারেন্ট জালে অগ্নিসংযোগ করা হয়েছে। জানা গেছে, মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জাল বিক্রেতাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জালে অগ্নিসংযোগ করা হয়।
মন্তব্য চালু নেই