আল-কায়েদার পাকিস্তান প্রধান নিহত

জঙ্গি সংগঠন আল-কায়েদার পাকিস্তান প্রধান তায়েব নওয়াজ ওরফে হাফিজ আবদুল মতিন পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। মুলতান শহরে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন শনিবার এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার পাঞ্জাবের মুলতানের নদীতীরবর্তী এক গোপন আস্তানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় হাফিজ আবদুল মতিনের সঙ্গে আরো সাতজন সহযোগী নিহত হয়।

পুলিশ জানিয়েছে, জঙ্গিরা শহরটির একটি খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা চালানোর বিষয়ে বৈঠক করছিল।

জঙ্গিদের লাশগুলো মুলতানের নিশতার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেখানেই মতিনকে শনাক্ত করা হয়।

পাকিস্তানের ডেরা ইসমাইল খান এলাকার বাসিন্দা হাফিজ আবদুল মতিন। ২০০৯ সালের ৪ ডিসেম্বর পাঞ্জাবের প্যারেড লেনে হামলা চালিয়ে ৩৬ ব্যক্তি ও এক সেনা হত্যার অভিযোগে তাকে খোঁজা হচ্ছিল। জঙ্গিদের হত্যার জের ধরে মুলতানের পুলিশ সতর্ক করে দিয়ে জানিয়েছে, আল-কায়েদা পাঞ্জাবের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হামলা চালাতে পারে।



মন্তব্য চালু নেই