চীনে ৯০ মিটার গভীর কুপ থেকে তিন বছরের শিশু উদ্ধার
চীনে ৯০ মিটার গভীর কুপ থেকে ৩ বছরের এক শিশুকে উদ্ধার করেছে দমকল কর্মীরা।
খেলতে খেলতেই ওই কুপে পড়ে গিয়েছিল শিশুটি।
শিশুর পরিবারের পক্ষ থেকে জানা গেছে, খেলতে খেলতেই পা পিছলে গভীর ওই কুপে পড়ে যায় ওই শিশু। কুপে পড়ে প্রায় ১১ মিটার নীচে একটি জায়গায় গিয়ে সে আটকে যায়। সঙ্গে সঙ্গেই খবর দেয়া হয় দমকল বাহিনীকে। তারপর প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ওই শিশুকে গর্তের মধ্যে থেকে বের করে আনা হয়।
জানা গেছে, ঘটনার আকস্মিকতায় প্রচণ্ড ভয় পেয়ে গেলেও আপাতত সুস্থ আছে শিশুটি।
মন্তব্য চালু নেই