হরতাল দিয়ে রাষ্ট্রদ্রোহীতা করেছে জামায়াত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে দলটির ডাকা হরতালকে রাষ্ট্রদ্রোহীতা ও আইন অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। বৃহস্পতিবার দুপুরে পৌনে ১২টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত হরতাল বিরোধী এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

ইমরান বলেন, জামায়াত হরতাল দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার পায়তারা করছে। আর তাদের নিষিদ্ধ না করে এর সুযোগ করে দিয়েছে সরকার। আমরা চাই সরকার দেরিতে হলেও এদের (জামায়াত) রাজনীতি নিষিদ্ধ করবে।

জনগণ হরতাল মানছে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ জামায়াতের ডাকা হরতাল মানছেন না। সাধারণ জনগণ অন্যান্য দিনের মতো স্বাভাবিক জীবনযাপন করছেন। এতে কোনো ধরণের হেরপের হচ্ছে না।

এর আগে হরতাল বিরোধী একটি বিক্ষোভ মিছিল জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে চারুকলা হয়ে আবার জাদুঘরের সামনে এসে শেষ হয়।



মন্তব্য চালু নেই