যৌনকর্মীদের জন্য দারুন খবর !
ভিন্ন পেশা বেছে নিতে চলেছেন পশ্চিমবঙ্গের যৌনকর্মীরা৷ কারণ, যৌনকর্মীরা এ বার বসছেন উবের ক্যাবের চালকের আসনে৷ তবে, শুধুমাত্র আবার যৌনকর্মীরাও নন৷ ট্রান্সজেন্ডাররাও এ বার বসছেন ওই সংস্থার ক্যাবের চালকের আসনে৷ এবং, প্রাথমিক পর্যায়ে উবের ক্যাবের চালকের আসনে যৌনকর্মী, ট্রান্সজেন্ডারদের দেখা মিলবে কলকাতা আর এই শহর সংলগ্ন বিভিন্ন অংশে৷ খবর-কলকাতা২৪
তেমনই আবার, শুধুমাত্র যৌনকর্মী এবং ট্রান্সজেন্ডাররাও নন৷ কলকাতা এবং এই শহর সংলগ্ন বিভিন্ন অংশে উবের ক্যাব চালিয়ে জীবিকা অর্জনের জন্য যৌনকর্মীদের প্রাপ্তবয়স্ক কন্যা-সন্তানরাও প্রস্তুত হচ্ছেন৷ একই সঙ্গে, পশ্চিমবঙ্গের যৌনকর্মীদের অন্যতম সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির বিভিন্ন অফিসের মহিলা কর্মীদের মধ্যেও কেউ যদি ভিন্ন পেশা হিসেবে উবের ক্যাবের চালকের আসনে বসতে আগ্রহী হন, তা হলে তিনিও পাবেন ওই সুযোগ৷
তবে, ভিন্ন পেশা হিসেবে উবের ক্যাবের চালকের আসনে বসে কেউ জীবিকা অর্জন করুন অথবা না-ই-বা করুন, ওই সংস্থার তরফে কিন্তু সকলকেই দেওয়া হচ্ছে বিনামূল্যে গাড়ি চালানোর প্রশিক্ষণ৷ শুধুমাত্র তাই নয়৷ প্রশিক্ষণের পরে গাড়ি চালানোর লাইসেন্সের জন্যেও উবের কর্তৃপক্ষের তরফে প্রয়োজনীয় সহায়তা করা হবে৷ আর, প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে যাঁরা পেশা হিসেবে উবের ক্যাবের চালকের আসনে বসতে আগ্রহী হবেন, তাঁরা যাতে গাড়ি কিনতে কোনও ব্যাংকের ঋণ পেতে পারেন, তার জন্যেও ওই সংস্থার তরফে প্রয়োজনীয় সহায়তা করা হবে৷
যদিও, ভিন্ন পেশা হিসেবে এ ভাবে উবের ক্যাবের চালকের আসনে এই বাংলার সব যৌনকর্মীই যে বসতে চলেছেন, তাও কিন্তু নয়৷ কারণ, প্রশিক্ষণের পরে যে যৌনকর্মী উবের ক্যাবের চালকের আসনে বসে জীবিকা অর্জনের জন্য সিদ্ধান্ত নেবেন, শুধুমাত্র সেই যৌনকর্মীর ক্ষেত্রেই ভিন্ন পেশা বেছে নেওয়া হবে৷ এবং, দুর্বার মহিলা সমন্বয় কমিটির অধীনে থাকা কোনও যৌনকর্মীই এ ভাবে উবের ক্যাবের মাধ্যমে ভিন্ন পেশা বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন৷ সমাজের বিভিন্ন অংশের পিছিয়ে পড়া অর্থাৎ, প্রান্তিক মহিলাদের যাতে কোনও পেশায় অংশগ্রহণ করানো সম্ভব হয়, তার জন্য উবের কর্তৃপক্ষের তরফে বিনামূল্যে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ যে কারণে, দুর্বার মহিলা সমন্বয় কমিটির সঙ্গেও ওই সংস্থার তরফে যোগাযোগ করা হয়েছে৷
আর, তার জেরেই, দুর্বার মহিলা সমন্বয় কমিটির অধীনে থাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন যৌনপল্লির যৌনকর্মী আর তাঁদের প্রাপ্তবয়স্ক কন্যা-সন্তানদের যেমন বিনামূল্যে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতে চলেছে উবের কর্তৃপক্ষ৷ তেমনই, একই ভাবে ওই সংস্থার তরফে গাড়ি চালানোর প্রশিক্ষণ পেতে চলেছেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির অধীনে থাকা শাখা সংগঠনের ট্রান্সজেন্ডার সদস্যরাও৷ দুর্বার মহিলা সমন্বয় কমিটির বিভিন্ন অফিসে যে সব মহিলা কর্মী রয়েছেন, উবের কর্তৃপক্ষের তরফে তাঁরাও পেতে চলেছেন বিনামূল্যে গাড়ি চালানোর প্রশিক্ষণ৷
তবে, কত দিনের জন্য এবং কবে থেকে শুরু হচ্ছে এই প্রশিক্ষণ, সেই বিষয়টি দু’-একদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে৷ দুর্বার মহিলা সমন্বয় কমিটির মুখ্য উপদেষ্টা ডাক্তার স্মরজিৎ জানা বলেন, ‘‘দুর্বারের যৌনকর্মী, তাঁদের প্রাপ্তবয়স্ক কন্যা-সন্তান, ট্রান্সজেন্ডার আর অফিসের মহিলা কর্মীদের জন্য উবের কর্তৃপক্ষের তরফে বিনামূল্যে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হচ্ছে৷’’
মন্তব্য চালু নেই