মেয়েকে চমকে দিতে গিয়ে নিজেই হাসপাতালে
তিনি মন্ত্রী। ভারতের কেন্দ্রীয় সরকারের নগর উন্নয়নমন্ত্রী। কিন্তু তিনি মেয়েকে আনতে দিল্লি বিমানবন্দরে যাচ্ছিলেন বাইক চালিয়ে। বিমানবন্দরের কাছে উড়ালপুলে একটি গাড়ির পেছনে ধাক্কা মারেন তিনি। ফলে আহত হয়ে এখন হাসপাতালে গায়ক ও রাজনীতিক বাবুল সুপ্রিয়।খবর বিজেপি সূত্রের।
বাবুল সুপ্রিয় এখন ভর্তি আছেন এইমসের ট্রমা সেন্টারে । তার হাতে, হাঁটুতে ও পাঁজরে আঘাত লেগেছে।
পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার জানায়, শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে দক্ষিণ দিল্লির মতিবাগ উড়ালপুলের ওপর ওই দুর্ঘটনা ঘটে। আসানসোলের সংসদ সদস্য বাবুল সুপ্রিয়র অবস্থা স্থিতিশীল আছে বলে এইমস সূত্রে জানানো হয়েছে।
বিজেপি সূত্রে খবর, মেয়েকে চমকে দেবেন বলেই এ দিন বিকেলে তিনি নিজেই বাইক চালিয়ে তাকে আনতে গিয়েছিলেন। বিজেপির এক নেতা জানান, মাঝেমধ্যেই বাইকে যাতায়াতের অভ্যাস আছে বাবুলের। জানতে পেরে একবার এ ভাবে যাতায়াত করতে নিষেধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মন্তব্য চালু নেই