ইকুয়েডরে আবারো ভূমিকম্প

ইকুয়েডরে আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সকাল ৭টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ৫ দশমিক ৮ ভূমিকম্পটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের মুইসনি থেকে ১৬ মাইল পশ্চিমে আঘাত হেনেছিল।

তবে প্রাথমিকভাবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে দেশটিতে চলতি মাসের ১৬ তারিখ আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬শ` জনে। এছাড়া ওই ভূমিকম্পে আহত হয়েছে আরো ৮ হাজারের বেশি মানুষ।

ওই শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে আরো ৩শ`বার মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই