ওয়ার্ল্ড সিটিজেন প্রাইজ পুরস্কারের সব টাকা গাজার স্কুলে দান করার ঘোষণা মালালার

গাজার জাতিসংঘ স্কুলে সহায়তায় জন্য ৫০ হাজার ডলার সহায়তা দেবার ঘোষণা দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই।

জানা যায়, মঙ্গলবার স্টকহোমে ওয়ার্ল্ড সিটিজেন প্রাইজ পুরস্কার পেয়েছেন মালালা ইউসুফজাই। তিনি তার পুরস্কারের সব টাকা গাজার স্কুলে দান করার ঘোষণা দিয়েছেন।

অনুষ্ঠানে মালালা বলেন, গাজার নিরীহ শিশুরা যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সবার উচিত গাজার শিশুদের শিক্ষা ও নিরাপদ পরিবেশের জন্য কাজ করা।



মন্তব্য চালু নেই