হোয়াটসঅ্যাপে দেহব্যবসার খদ্দের!

যোগাযোগপ্রযুক্তি মানুষের জীবনে এক ধরনের বিপ্লব ঘটিয়েছে ঠিকই কিন্তু এর অপব্যবহারে ক্ষতির মাত্রা কম নয়। সত্যি বিস্মিত হতে হয়, যখন শোনা যায় আজকাল হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হচ্ছে দেহব্যবসা প্রসারের কাজে।

ভারতের মহীশূরে একটি আবাসিক হোটেলে ফন্দি করে সুন্দরী মেয়েদের বাধ্য করা হয় দেহব্যবসায়। আর তাদের ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় খদ্দেরদের কাছে। সেখানে দাদালদের সঙ্গে ক্লায়েন্টদের বোঝাপড়া হয়।

দক্ষিণ মহীশূরের অভিজাত এলাকা জেপি নগর। সেখানকার এক হোটেলে দীর্ঘদিন ধরে তরুণীদের ফাঁদে ফেলে তাদের দিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে আসছে এক ব্যক্তি। তার নাম মঞ্জুনাথ ওরফে স্যান্ট্রো রবি। সোমবার তাকে আটক করেছে মহীশূর পুলিশ। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে খদ্দের জোগাড়ের কথা। এ জন্য তথ্যপ্রযুক্তি আইনেও তার নামে মামলা করা হচ্ছে।

এদিকে ওই হোটেল থেকে পুলিশ হাতেনাতে কয়েক তরুণীকে আটক করেছে। পুলিশেকে তারা জানিয়েছে, তাদের ব্ল্যাকমেল করে এ অবৈধ পথে এনেছে স্যান্ট্রো রবি। এতদিন প্রাণের ভয়ে তারা কারো কাছে মুখ খুলতে পারেনি।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।



মন্তব্য চালু নেই