ক্রেন ছিঁড়ে দেয়ালের ওপর বিমান

ভারতের হায়দরাবাদে অব্যবহৃত একটি বিমান ক্রেনে তুলে নেওয়ার সময় ক্রেন ছিড়ে বিমানটি একটি দেয়ালের ওপর পড়ে যায়। এতে বিমান ও ক্রেন উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবিসি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে এয়ার ইন্ডিয়ার অব্যবহৃত একটি বিমান ক্রেনের মাধ্যমে বেগামপেত বিমানবন্দর থেকে কোম্পানির ফ্লাইট ট্রেনিং কেন্দ্রে নেওয়ার সময় ২০ টন ওজনের বিমানটি ক্রেন ছিঁড়ে পড়ে যায়। মাটি থেকে ৬০ ফুট উুঁচতে নিয়ে ক্রেনের মাধ্যমে বিমানটি সরানো হচ্ছিল।
































মন্তব্য চালু নেই