বিমান বিধ্বস্ত হয়ে জাপানে ৬ সেনা নিহত
জাপানের কাগুশিমা প্রদেশের তাকাকুমা পর্বতে এয়ার সেলফ-ডিফেন্স ফোর্সের (এসডিএফ) বিমান বিধ্বস্ত হয়ে ছয় সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সোয়া ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে বুধবার দুপুর আড়াইটার দিকে জাপানের কাগুশিমার কানওয়া বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর রেডার থেকে ইউ১২৫ নামের বিমানটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এরপর দুই ইঞ্জিন বিশিষ্ট ১৫ মিটার দৈর্ঘে্যর এই জেট বিমানটি খুঁজতে পুলিশ, দমকল বাহিনীর কর্মী, এসডিএফ সদস্য ও বিশেষ বাহিনীর ৬শ সদস্য ২৪ ঘণ্টা অনুসন্ধান চালায় বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী গেন নাকাতানি।
দুপুরে জেট বিমান পাওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তাবার্তা সংস্থা কিয়োডো নিউজকে বলছেন, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। বিমানের বিধ্বস্ত অংশ ছাড়া কোন জীবনের অস্তিত্ব পাওয়া যায়নি।
চল্লিশ বছর বয়সী একজন মেজরের নেতৃত্বে নিখোঁজ বিমানটিতে ছিলেন একজন সহকারি পাইলট, দুইজন ক্রু ও দুইজন রেডিও তরঙ্গ নিয়ন্ত্রনকারী।
মন্তব্য চালু নেই