সামরিক ব্যয়ে রাশিয়াকে পেছনে ফেললো সৌদি
সামরিক ব্যয় বাড়ানোর ক্ষেত্রে রাশিয়াকে পেছনে ফেলেছে সৌদি আরব। সামরিক ব্যয়ের দিক থেকে শীর্ষস্থানীয় দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটি।
বৈশ্বিক নিরাপত্তা বিষয়ক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনিস্টিটিউট (এসআইপিআরআই) মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে দেখা গেছে, ২০১৫ সালে বৈশ্বিক সামরিক ব্যয় ১ শতাংশ বেড়েছে। ২০১১ সালের পর সামরিক ব্যয় বৃদ্ধির এটাই প্রথম ঘটনা। সামরিক ব্যয় বাড়ানোর দেশগুলো এশিয়া, ওসেনিয়া, মধ্য ও পূর্ব ইউরোপে অবস্থিত। গত কয়েক বছর পশ্চিমা দেশগুলোতে সামরিক ব্যয় কমানো হলেও গত বছর তা ছিল স্থির। অপরদিকে একই সময় আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোতে সামরিক ব্যয় কমেছে।
গত বছর যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ২ দশমিক ৪ শতাংশ কমে ৫৯৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এরপরেও তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি। এরপরের অবস্থানেই রয়েছে চীন। গত বছর দেশটি সামরিক খাতে ৭ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি করায় , তা ২১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময় সৌদি আরব সামরিক ব্যয় বাড়িয়েছে ৫ দশমিক ৭ শতাংশ। গত বছর দেশটি সামরিক খাতে ৮৭ দশমিক ২ বিলিয়ন ডলার ব্যয় করেছে। ২০১৪ সালে তালিকায় চতুর্থ স্থানে থাকা সৌদি আরব এবার রাশিয়াকে টপকে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে । চতুর্থ অবস্থানে থাকা রাশিয়া গত বছর এই খাতে ৬৬ দশমিক ৪ বিলিয়ন ডলার ব্যয় করেছিল।
অপরদিকে ২০১৪ সালে সাত নম্বরে থাকা ভারতের অবস্থান এক ধাপ এগিয়েছে। ২০১৫ সালে দেশটি সামরিক খাতে ৫১ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় করেছে। প্রতিবেশী পাকিস্তান দশম বৃহত্তর অস্ত্র আমাদানিকারক দেশ হলেও শীর্ষ সামরিক ব্যায়ের দেশগুলোর তালিকায় ঠাঁই পায়নি।
মন্তব্য চালু নেই