বেলজিয়ামের ব্রাসেলসে হামলার ঘটনায় আটক ৬

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনায় ৬ জনকে আটক করেছে দেশটির পুলিশ। পুলিশ জানায়, দেশটির বিমানবন্দর ও মেট্রো রেল স্টেশনে ভয়াবহ হামলার সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে।

বিবিসি অনলাইনের শুক্রবার সকালে এক খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে,ওই ছয়জনকে বৃহস্পতিবার ব্রাসেলসের স্কাহবিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার ব্রাসেলসে পৃথক হামলায় ৩১ জন নিহত হয়। এ ঘটনায় বেলজিয়ামে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হয়। ভয়াবহ এ হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।



মন্তব্য চালু নেই