বরিশালে নিজ গুলিতে আনসার সদস্যের মৃত্যু

বরিশালের বানারীপাড়ায় নিজ বন্দুকের গুলিতে আল আমিন হোসেন (৪০) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বিশেরকান্দি ইউনিয়নের মুরারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, আনসার সদস্য আল আমিন হোসেন অস্ত্রের ওপর ভর করে ঘুমাচ্ছিলেন। এ সময় অস্ত্র থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে তার পেটে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই