উত্তর কোরিয়ার ওপর ওবামার নতুন নিষেধাজ্ঞা

অবৈধ পারমাণবিক পরীক্ষা ও স্যাটেলাইট নিক্ষেপের পর নির্বাহী আদেশের মাধ্যমে উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এই নির্বাহী আদেশের মাধ্যমে আমেরিকায় থাকা উত্তর কোরিয়ার সম্পত্তি জব্দ করা হয়। একইসঙ্গে উত্তর কোরিয়ায় সব ধরনের রপ্তানি ও বিনিয়োগ বন্ধ করা হয়। এটা শুধু মার্কিন নাগরিক নয়, আমেরিকার বাইরের কেউ যদি তাদের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাকেও কালো তালিকাভুক্ত করা হবে এই আদেশের অধীনে।

হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় সারা বিশ্ব উত্তর কোরিয়ার অবৈধ পারমাণবিক পরীক্ষা এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ক কর্মকাণ্ড সহ্য করবে না। উত্তর কোরিয়া আন্তর্জাতিক চুক্তির আওতায় না আসা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলবেনা।

ওবামা বলেন, দেশটির জনগণ তাদের লক্ষ্য নয়, এর জন্য দায়ী শুধু দেশটির নেতৃত্ব।

গত ৬ জানুয়ারি পারমানবিক পরীক্ষা ও ৭ ফেব্রুয়ারি স্যাটেলাইট নিক্ষেপ করে উত্তর কোরিয়া।



মন্তব্য চালু নেই