দুই ব্রিটিশ সিকিউরিটি কোম্পানি এখন ঢাকায়
শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা করতে দুটি ব্রিটিশ সিকিউরিটি কোম্পানি ঢাকায় পৌঁছেছে। এদের একটির নাম ‘রেড লাইন সিকিউরিটি কোম্পানি’ এবং অপরটি ‘কন্ট্রোল রিস্ক সিকিউরিটি ফার্ম’।
গতকাল মঙ্গলবার বিকেলে দুটি কোম্পানির পাঁচ সদস্যের পৃথক দুটি টিম শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মেম্বার অপারেশন এয়ার কমোডর মোস্তফিজুর রহমানের নেতৃত্বে অ্যাবসেক সেলের শীর্ষ কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান।
জানা গেছে, যুক্তরাজ্যের এই দুটি কোম্পানি ছাড়াও আজ-কালের মধ্যে আরও দুটি কোম্পানি ঢাকায় আসবে। বেবিচকের সঙ্গে প্রাথমিক আলোচনার পর তারা বিমানমন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বে স্টিয়ারিং কমিটির সঙ্গে বৈঠক করবেন।
জানা গেছে, মূলত নিরাপত্তা কাজের জন্য তারা সরকারের কাছে কত টাকা চাইবে সে সম্পর্কে ধারণা নিতেই এই টিম ঢাকায় এসেছে।
মন্তব্য চালু নেই