যে কারণে বিয়ের আগে রাতে মেয়েকে হত্যা করলেন মা

বিয়ের আগের দিন অন্য পুরুষের সাথে দেখতে পেয়ে মেয়েকে হত্যা করলেন মা। গতকাল রোববার দিবাগত রাতে ভারতের দিল্লির সিলামপুরে এ ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়ার খবরে বলা হয়, রোববার রাতে ওই মা বাইরে থেকে এসে এক ভাড়াটিয়ার সঙ্গে মেয়েকে আলিঙ্গনাবদ্ধ দেখতে পান। ওই পুরুষ পালিয়ে যেতে পারলেও মেয়েকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন মা।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই মেয়ের বিয়ে উপলক্ষে গতকাল তাঁদের বাড়িতে অতিথিদের ব্যাপক ভিড় ছিল। ওই রাতে মেয়েটিকে লোক নায়ক হাসপাতালে ভর্তি করতে চান তাঁর মা ও ভাই। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে ফোন দিলে বিষয়টি জানাজানি হয়।

পুলিশ জানায়, ওই পরিবার গ্রামের বাড়ি উত্তরপ্রদেশের মিরাটে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকার এক ব্যবসায়ীর সাথে মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সিলামপুরের যে বাড়িতে থাকে সেই বাড়ির এক ভাড়াটিয়ার সঙ্গে মেয়েটির প্রেম ছিল।



মন্তব্য চালু নেই