চলন্ত বিমানে মহিলাদের চুলোচুলি

ট্রেনে ও বাসে চলার সময় যাত্রীদের মধ্যে প্রায়ই ঝগড়া বা তর্ক করতে দেখা যায়। কিন্তু এবার এই চুলোচুলি দেখা গেল চলন্ত বিমানে ।

বাল্টিমোর থেকে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিল একটি বিমান। সফরের মাঝে দুই মহিলা যাত্রী তাদের মিউজিক সিস্টেমে জোরে জোরে গান শুনছিলেন। এতে অস্বস্তি হচ্ছিল বাকি যাত্রীদেরও।

কিন্তু থামেননি ওই দুই মহিলা। তারা বক্সে আরও জোরে গান বাজানো শুরু করেন। এই ঘটনায় ক্ষেপে ওঠেন অন্য কয়েকজন মহিলা যাত্রী।

ব্যস, বেধে যায় হাতাহাতি। পাঁচ মহিলা যাত্রী একে অপরের উপর ঝাপিয়ে পড়েন। কেউ টানেন চুলের মুটি। কেউ বা মারেন সজোরে ঘুসি।



মন্তব্য চালু নেই