হাফ ছেড়ে ফুলপ্যান্টে আরএসএস

কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) তাদের ট্রেডমার্ক ইউনিফর্ম খাকি হাফপ্যান্ট পরিবর্তন করতে যাচ্ছে। যুগের সঙ্গে তাল মেলাতে ও তরুণদের দলের প্রতি আগ্রহ বাড়াতে হাফপ্যান্টের পরিবর্তে ফুলপ্যান্ট ইউনিফর্ম হিসেবে গ্রহণ করতে যাচ্ছে সংগঠনটি। শনিবার রাজস্থানের নাগুরে তিন দিনব্যাপী অখিল ভারতীয় প্রতিদ্বন্দ্বী সভায় সংগঠনের শীর্ষ নেতারা এ পোশাক পরিবর্তনে সম্মতি দিয়েছেন।

১৯২৫ সালে প্রতিষ্ঠার পর থেকে আরএসএসের ট্রেডমার্ক ইউনিফর্ম ছিল খাকি প্যান্ট। তবে কয়েক দশক ধরে এই পোশাকটি পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন সংগঠনের তরুণ নেতারা। তবে প্রবীণ নেতারা এ পরিবর্তনের পক্ষে নন। গত বছরই পোশাক পরিবর্তনের এ বিষয়টি নিয়ে তোড়জোড় আলোচনা শুরু হয়। তরুণ প্রজন্মের মানসিকতার কথাটি বিবেচনায় রেখে দলের পক্ষ থেকে হাফপ্যান্টের পরিবর্তনে ফুলপ্যান্ট আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাফপ্যান্টের মতোই এটি ঢিলেঢালা হবে, যাতে স্বেচ্ছাসেবকরা যোগব্যায়াম ও সূর্যপ্রণাম করতে পারেন। এ ছাড়া ইউনিফর্মের অনুষঙ্গ হাফ হাতা শার্ট, কালো টুপি, ক্যানভাস বেল্ট, কালো জুতা ও হাতে বাঁশের লাঠি অপরিবর্তিত থাকবে।

আরএসএসের দাবি, তারা বিশ্বের সব থেকে বড় স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের আছে ৬০ লাখ সদস্য।



মন্তব্য চালু নেই