আশুলিয়ায় বাসচাপায় অজ্ঞাত নারী নিহত
টিপু সুরতান (রবিন), সাভার থেকে: আশুলিয়ায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের নারী নিহত। নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার সকাল ১০টায় জামগড়ার ছয়তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে অব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলো ওই নারী। এসময় দ্রুত গতির একটি বাস তাকে চাঁপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে স্থানীয়দের খবরে সাভার হাইওয়ে থানা পুরিশ নিহত ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহত ওই নারীর হাতে শাখা পরিহিত দেখে প্রাথমিক ভাবে সে হিন্দু সম্প্রদায়ের বলে মনে হচ্ছে। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই