আকাশেই পাইলটের মৃত্যু, যাত্রীদের জীবন বাঁচালেন রুমী
সৌদি আরবের একটি বিমানের এক পাইলট আকাশেই মৃত্যু বরণ করেছেন। ফ্লাইটটি বিশা থেকে রিয়াদ আসার পথে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। পরে হাল ধরেন ফ্লাইটের কো-পাইলট।
গত সোমবার এ ঘটনা ঘটেছে বলে সৌদি এয়ারলাইন্সের বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে আরো জানানো হয়, অভ্যন্তরীণ সৌদিয়ার এসভি১৭৩৪ নম্বর ফ্লাইটে ওয়ালেদ আল মোহাম্মদ পাইলটের দায়িত্ব পালন করছিলেন। ফ্লাইটটি রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।
পরে ফ্লাইটের কো-পাইলট রুমী বেন গাজী দ্রুত ফ্লাইটের নিয়ন্ত্রণ নিয়ে ফ্লাইটটি জরুরি অবতরণের ঘোষণা দেন এবং ফ্লাইট অবতরণের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম প্রস্তুত রাখার কথা জানান।
ফ্লাইটটি জরুরি অবতরণের পর মেডিকেল টিম পাইলটকে মৃত ঘোষণা করেন। কো-পাইলটের দক্ষতার ফলে ফ্লাইটের যাত্রীদের কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে হয়নি বলেও বিবৃতিতে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স।
মন্তব্য চালু নেই