শাহজালালে স্বর্ণ ও ভারতীয় মুদ্রাসহ আটক ২
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে তিন কেজি স্বর্ণ ও এককোটি রুপি ভারতীয় মুদ্রাসহ একজন বাংলাদেশি এবং একজন পাকিস্তানিকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস কর্মকর্তা ফরিদ আল মামুন।
এর মধ্যে বাংলাদেশি নাগরিক আবুল মনসুরকে (৪৫) স্বর্ণ এবং পাকিস্তানি নাগরিক মো. নুরুলকে (৫৬) ভারতীয় মুদ্রাসহ আটক করা হয়।
তারা দুজনই সংযুক্ত আরব আমিরাত ফেরত একটি বিমানে শাহজালাল বিমানবন্দরে নামলে কাস্টমস বিভাগের কর্মকর্তা তাদের আটক করেন।
মন্তব্য চালু নেই