বর্ধমান-কাণ্ডে মুখ খুললেন মমতা
১৫ দিনের মাথায় বর্ধমান-কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী পক্ষের সমস্ত অভিযোগকে একেবারে ক্লিন বোল্ড করে, রাজ্য পুলিসকে দরাজ সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এন আই এ তদন্তে আপত্তি নেই রাজ্যের, তবে তদন্তের আগে কথা বলা উচিৎ ছিল কেন্দ্রের।’
রাজ্যে জঙ্গি ডেরার কারণ হিসেবে প্রতিপক্ষ বারবারই মুখ্যমন্ত্রীর ফস্কা গেরোর অভিযোগ তুলছে, এই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, ‘অপরাধীর একটাই পরিচয়, তারা অপরাধী। সন্ত্রাসের সঙ্গে কোনো আপোষ নয়।’
পাশাপাশি রাজ্য সরকারের একাধিক প্রকল্প বাতিল ও বন্ধ হওয়ার জন্য এদিনও মোদী সরকারের সমালোচনা সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার তৃণমূল ভবনে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় প্রমুখ।
মন্তব্য চালু নেই