শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ স্বামী-স্ত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় কেজি স্বর্ণসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

আটকরা হলেন- মনিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী নীলুফার ইয়াসমিন (৩৫)। আটক স্বামী-স্ত্রীর সঙ্গেতাদের দুই ছেলে এবং এক মেয়েও রয়েছে।

বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় বৃহস্পতিবার সন্ধ্যায় স্বর্ণসহ তাদের আটক করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মঈনুল খান।

তিনি বলেন, মালয়েশিয়ার কুয়ালালামুপর থেকে আসা বাংলাদেশ বিমানের (বিজি-০১৮৭) ফ্লাইটে একই পরিবারের ৫ সদস্য শাহজাহাল বিমানবন্দরে নামেন। পরে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের তল্লাশি করা হলে স্বামী-স্ত্রীর জুতার ভেতরে ৮টি সোনার বার পাওয়া যায়। যার প্রতিটি ওজন ১শ’ গ্রাম। এছাড়া তাদের ব্যাগ তল্লাশি করে আরও ৬৫০ গ্রাম স্বর্ণাংলকার জব্দ করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের দাম প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছেন মঈনুল খান।



মন্তব্য চালু নেই