‘‌আমি মুসলিম এবং আমি আপনাকে ভালবাসি!

‘‌আমি মুসলিম এবং আমি আপনাকে ভালবাসি।’‌ না চাইতেই এক মুসলিম প্রৌঢ়ের সমর্থন পেয়ে গেলেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ ক্যারোলিনার মিরটল বিচে প্রচারে গিয়েছিলেন ট্রাম্প। পেশায় রিয়াল এস্টেট ব্যবসায়ী ইলহামি ইব্রাহিম তাঁকে বলেন, মুসলিম হলেও তিনি ট্রাম্পকে সমর্থন করেন। শনিবারের সেই কথোপকথন প্রচারিত হয়েছে এন বি সি নিউজ সহ বিভিন্ন টিভি চ্যানেলে। মুসলিম বিদ্বেষী মন্তব্য করায় সবাই যখন ট্রাম্পের সমালোচনা করছেন, তখন তিনি কেন ট্রাম্পকে সমর্থন করছেন?‌ মিশরে জন্ম, এখন মার্কিন নাগরিক ইব্রাহিম বলেছেন, দারিদ্র আর বেকারত্বই মিশরের যুবকদের ধর্মীয় কট্টরপন্থার দিকে ঠেলে দিচ্ছে। মুসলিমরা যদি মার্কিন নিরাপত্তার দিক দিয়ে বিপজ্জনক হন তবে তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার ওপর যে নিষেধাজ্ঞার কথা ট্রাম্প বলেছিলেন, তাও সমর্থন করেছেন ইব্রাহিম। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের পরীক্ষা দিতেও রাজি তিনি। ১৯৭৩ সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে দু বার জেল খেটেছেন ইব্রাহিম। ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। দু’দশক পর নাগরিকত্ব পান।



মন্তব্য চালু নেই