ভিডিওতে দেখুন বৃক্ষমানব’র অপারেশন
‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’রোগে আক্রান্ত বৃক্ষমানব আবুল বাজানদারের প্রথম পর্যায়ের অপারেশন সাড়ে তিন ঘন্টার চেষ্টায় সফল ভাবে সম্পন্ন হয়েছে গত শনিবার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালামের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল আবুল বাজনদারের ডান হাতে পাঁচটি আঙুলেই অস্ত্রোপচার করে। শনিবার সকাল সোয়া নয়টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় আবুলের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ভিডিওতে দেখুন বৃক্ষমানব’র অপারেশন:
মন্তব্য চালু নেই