ঝিনাইগাতীতে মেছোবাঘকে পিটিয়ে হত্যা
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের শালধা গ্রামে ২০ফেব্রুয়ারী শনিবার দুপুরে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
সরেজমিনে পরিদর্শন ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শালধা কমিউনিটি ক্লিনিকের উত্তর পার্শ্বের একটি জঙ্গল থেকে মেছোবাঘটি লোকালয়ে চলে আসলে পাইকুড়া গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে জাকির হোসেনের নেতৃত্বে এলাকাবাসী ওই মেছোবাঘটিকে ঘেরাও করলে বাঘটি লোকজনের উপর আক্রমন চালালে সোহেল(১৩) নামের এক কিশোর আহত হয়।
এসময় উত্তেজিত জনতা বাঘটিকে পাকড়াও করে পিটিয়ে হত্যা করে। সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার এ.এস.আই ইসমাইল হোসেন, প্রানী সম্পদ বিভাগের লুৎফর রহমান ও শেরপুরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার মামুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্ত্রী মেছোবাঘটির দেহের লম্বা ২০” লেজের লম্বা ২২”, বয়স আনুমানিক ২-৩ বছর হবে বলে ধারনা করেন তারা।
পরে মেছোবাঘটিকে স্থানীয় পশু হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে আসা হয়। হঠাৎ করে মেছো বাঘটি গ্রামে ডোকার কারণ কেউ বলতে পারছেনা। এলাকাবাসীর মাঝে এখন বাঘ আতংক বিরাজ করছে।
মন্তব্য চালু নেই