ঝিনাইগাতীতে ভালবাসা দিবস উদ্যাপিত
মুহাম্মদ আবু হেলাল (ঝিনাইগাতী) শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১৪ ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভালবাসা দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন খাঁন, আব্দুর রউফ সরকার, খলিলুর রহমান, মোজাম্মেল হক, আইয়ূব আলী ফর্সা, আঃ হালিম, মহিলা আ’লীগের আহ্বায়ক আয়েশা সিদ্দিকা রুপালী, ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহম্মেদ শাওন প্রমূখ।
এ সভায় সতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া ভালবাসা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন দিবসটি যথাযোগ্যভাবে পালন করে। ভালবাসা দিবস উপলক্ষে গজনী পর্যটন কেন্দ্রে বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থী ও পর্যটকদের ছিল উপচে পড়া ভীড়।
মন্তব্য চালু নেই