মাঝরাতে যমজ ভূতের খপ্পড়ে পড়ে ব্রেক ফেল গাড়ির!

ভূতের কথা শুনলে যে কারো গা শিউরে ওঠে, সে যত বীরপুরুষই হোন না কেন। তারপর আবার জমজ ভূত! ভয় পাচ্ছেন? হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে।
জিনিউজের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
অবশ্য ভূত আছে কি না এ নিয়ে বহুমুনির বহু মত। তবে যুক্তিতর্ক পরে হবে। তার আগে চলুন দেখে নেয়া যাক, দিল্লির রাস্তায় মাঝরাতে জোড়া ভূতের কারসাজি!
কেউ স্কুটি ফেলে দৌড়াল কেউ বা সাইকেল থেকে পড়ে গিয়ে দৌড়। ভূতের খপ্পড়ে পড়ে মাঝরাস্তাতেই ব্রেক ফেল হলো গাড়ির। একজন আবার একটু সাহসী হয়ে সামনে গিয়ে পরখ করে দেখতে চেয়েছিলেন।
ব্যস্, আর যায় কোথায়? পেছন থেকে এসে তাকে ধাক্কা মারলো ‘যমজ ভূত’। পড়ি কি মরি অবস্থা। তল্লাট থেকে চম্পট দিয়ে হোফ ছেড়ে বাঁচে ‘বীরপুরুষ’।
মন্তব্য চালু নেই