একশিশুর জন্য তোলপাড় অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার এক হাসপাতালে চিকিৎসা চলছে শিশুটির। হাসপাতাল থেকে ছাড়া পেলেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বের করে দেবে অস্ট্রেলিয়া থেকে। ডাক্তাররা তাই হাসপাতাল থেকে তাকে ছাড়ছে না। আর শিশুটিকে যেন বহিস্কার করা না হয় সেই দাবিতে হাসপাতালের বাইরে জড়ো হয়েছে শত শত বিক্ষোভকারী। ব্রিসবেনের লেডি সিলেনটো হাসপাতালের ডাক্তাররা বলছেন, যতক্ষণ পর্যন্ত এক বছর বয়সী মেয়ে শিশুটির জন্য একটি নিরাপদ থাকার জায়গা খুঁজে পাওয়া না যাচ্ছে ততক্ষণ হাসপাতালেই থাকবে সে। এক বছর বয়সী মেয়েটির বাবা-মা অস্ট্রেলিয়ায় আশ্রয় প্রার্থী। নাউরু দ্বীপের এক ডিটেনশন সেন্টারে আটকে থাকার সময় মেয়েটি মারাত্মকভাবে আগুনে দগ্ধ হয়। তারপর তাকে অস্ট্রেলিয়ার এই হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। অস্ট্রেলিয়া তাদের দেশে আশ্রয়প্রার্থীদের প্রশান্তমহাসাগরীয় নাউরু দ্বীপে আটকে রাখার যে নীতি নিয়েছে, তার তীব্র সমালোচনা হচ্ছে। ঝুঁকিপূর্ণ নৌকায় করে যারা অস্ট্রেলিয়ায় পৌঁছাতে চায়, তাদের বিরত রাখতে এই ব্যবস্থা নিতে হচ্ছে বলে দাবি করছে অস্ট্রেলিয়া।
মন্তব্য চালু নেই