পুতিনের সবচেয়ে গোপন দুনিয়া
রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিদিনই বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন পুতিন। যেখানেই যান না কেন রাশিয়ান প্রেসিডেন্টের সফরসঙ্গীর তালিকায় থাকবে তার প্রিয় পোষা কুকুর কনি। এটা সবারই জানা, কিন্তু তার ব্যক্তিগত জীবনে পরিবার নিয়ে রয়েছে গোপনীয়তা।
পুতিনের সবচেয়ে গোপন দুনিয়ার খবর হঠাৎই জানা গেল। তবে পুরোটা নয়। পুতিনের সবচেয়ে গোপন দুনিয়া ছিল তার দুই কন্যা মারিয়া ও ইয়াকেতেরিনার জীবন। কন্যাদ্বয়ের পড়ালেখা, ঘোরাফেরা সবই ছিল খুবই গোপন ও অত্যন্ত সুরক্ষিত। কলেজে ছদ্মনামে তারা পরিচিত ছিল।
এমনকি বসবাসের ঠিকানা ছিল একেবারে অজ্ঞাত। তবে ত্রিশ বছর সংসার করার পর আলাদা হয়ে যান ভ্লাদিমির পুতিন ও তার দীর্ঘদিনের সঙ্গী লুদমিলা। স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর পুতিনের এই গোপন জগত কিছুটা হলেও ভেঙে পড়ে।
ক্ষমতা হাতের মুঠো বন্দি করতে চাওয়া এই ক্ষমতাধর ব্যক্তির মন ভালো থাকলে ঘণ্টায় ১৫০ মাইল বেগে গাড়ি চালান। জল্পনা থাকে নিয়ে তিনি নাকি বানাতে চান পৃথিবীর নতুন মানচিত্র।
মন্তব্য চালু নেই