এল সালভাদরে ভূমিকম্পে নিহত ১
এল সালভাদর এবং নিকারাগুয়ার উপকূলীয় অঞ্চলে সোমবার গভীর রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে রয়টার্স জানিয়েছে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় রকমের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ বলছে, সোমবার রাতে এস সালভাদর ও নিকারাগুয়ার উপকূলীয় অঞল জিকুইলিলোতে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। রিখটর স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪ । এটি ভূগর্ভের ২৫ মাইল গভীরে আঘাত হেনেছিল।
ভূমিকম্পের পর এক প্রাথমিক রিপোর্টে নিকারাগুয়া, হুন্ডুরাস ও এস সালভাদরের উপকূলীয় এলাকাগুলোতে সুনামি আঘাত হানবে বলে সতর্ক করে দিয়োছিল প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। পরে অবশ্য এ ধরণের কোনো সম্ভাবনা নেই বলে তারা জানায়।
সুনামির আশঙ্কায় এল সালভাদরের জরুরি বিভাগও প্রথমে উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। পরে তারা টুইটারে জানায়, উপকুলীয় অঞ্চলগুলো শান্ত রয়েছে।
এদিকে দেশটির সান মিগুয়েল শহরের মেয়র তার টুইটারে ভূমিকম্পে এক ব্যক্তির নিহত হওয়ার খবর দিয়েছেন। এক বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পরে ওই লোকটি মারা যান।
মন্তব্য চালু নেই