তথ্য না দেয়ায় ওসিকে জরিমানা
তথ্য না দেয়ায় রাজধানীর ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল মোত্তাকিনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন। এছাড়া কমিশনের পক্ষ থেকে তথ্য অধিকার আইনে ওসির বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্যও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান জানান, হাইকোর্টের একটি নির্দেশ থানায় পৌঁছেছে কি না, তা জানতে ভাটারার ওসির কাছে তথ্য চেয়ে আবেদন করেছিলেন আলাউদ্দিন আল মাছুম নামে এক ব্যক্তি। কিন্তু ওসি ওই আবেদন গ্রহণে অস্বীকার করেন। পরে মাছুম তথ্য কমিশনে অভিযোগ জানান। এরপর এ ঘটনায় ওসিকে শুনানিতে ডেকেছিল তথ্য কমিশন। কিন্তু ওসি উপস্থিত হননি। শুনানিতে গরহাজির থাকা এবং কোনো সময়ের আবেদন না করায় ওসিকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে নূরুল মোত্তাকিন জানান, তথ্য কমিশনের আদেশের কপি তিনি হাতে পাননি। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন।
মন্তব্য চালু নেই