মধ্যরাত থেকে ভোট শুরু হচ্ছে নিউ হ্যাম্পশায়ারে
গত ফেব্রুয়ারির ১ তারিখে হয়ে গেলো যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ভোট। আইওয়ার পরে আজকে নিউ হ্যাম্পশায়ারে ভোট কার্যক্রম শুরু হয়েছে। গত ভোটে রিপাবলিকান দলের টেড ক্রুজ জয় লাভ করেছিলেন, ট্রাম্প ছিলেন দ্বিতীয় অবস্থানে। ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন জয় লাভ করেছিলেন কিন্তু বার্নি স্যানডার্স ছিলেন তার একেবারে ঘাড়ের উপরে। এবার নিউ হ্যাম্পশায়ারের ভোটে সবার নজর রয়েছে ট্রাম্প এবং স্যানডার্সের দিকে।
রিপাবলিকান দিকে থেকে নেতৃত্ব দেয়া ডোনাল্ড ট্রাম্প এইবার একটি ভালো ফলাফলের আশায় রয়েছেন। তেমনি ডেমোক্র্যাট দিক থেকে হিলারিকে টপকে স্যানডার্সের জয় লাভের সম্ভাবনাও খুবি বেশি।
আজ মধ্যরাতে নিউ হ্যাম্পশায়ারের ক্ষুদ্র শহর ডিক্সভিল নচে প্রথম ভোট গ্রহণ শুরু হবে। নিউ হ্যাম্পশায়ারের আইন অনুসারে যে সমস্ত শহরের লোকসংখ্যা ১০০ জনের চেয়ে কম, তারা মাঝরাতের থেকেই ভোট দেয়া শুরু করতে পারবেন। এরপর দিনব্যাপী ভোট দেবেন বাদ বাকি জনগণ।
মন্তব্য চালু নেই