ভারতের মোসলমানরা জঙ্গি নয়
বর্ধমান বিস্ফোরণের পর এবার জঙ্গি নিয়ে মুখ খুলেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। তবে তিনি ভারতের সংখ্যালঘু মোসলমানদের পাশে দাঁড়িয়েছেন। তার মতে, ‘ভারতের মোসলমানরা জঙ্গি নয়, তারা সন্ত্রাসও তৈরি করে না। বিভিন্ন দেশ থেকেই সন্ত্রাসীরা কিংবা জঙ্গিরা এসে ভারতে সন্ত্রাস চালানোর ছক কষে।’
দু’দিনের নরওয়ে সফরে গিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ভারতীয় মোসলমানদের পক্ষ নিয়ে এমন কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
নরওয়ের রাজধানী ওসলোয় রাষ্ট্রপতি বলেন, ‘ভারতে ১৫ কোটি মোসলমান সম্প্রদায়ের বসবাস। তার মধ্যে হয়তো একজন কিংবা দুইজন সন্ত্রাসবাদে যুক্ত থাকে। বাকি সব সন্ত্রাসবাদীরাই আসে দেশের বাইরে থেকে।’
প্রেসিডেন্ট বলেন, ‘ইন্দোনেশিয়ার পর মুসলিম জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় দেশ হলো ভারত। অথচ এই দেশের এতো বিপুল সংখ্যক মোসলমান কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত নন, এটা খুবই সৌভাগ্যের কথা।’
একই সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্র নিন্দা করে প্রণব বলেন, ‘সন্ত্রাস কখনোই কোনো ভালো উদ্দেশ্যে করা হয় না। সন্ত্রাস সব সময়ই খারাপ কাজ। তাই সন্ত্রাসবাদের বিরোধিতা করতেই হবে। কোনো অজুহাতেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়া যায় না।’
এসময় পাকিস্তান-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘এই বিষয়ে ভালো বলতে পারবেন পররাষ্ট্রমন্ত্রী। তবে আমি ওই মন্ত্রণলয়ের দায়িত্বে থাকলে, এই উদ্বেগজনক পরিস্থিতি কখনোই চলতে দিতাম না। দ্রুত সমাধানের পথে হাঁটতাম।’
মন্তব্য চালু নেই