চীনকে নজরে রাখতে স্যাটেলাইট পাঠাচ্ছে ভারত
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2016/01/satelite.jpg)
ভিয়েতনামে ভারত এমন একটি স্যাটেলাইট স্টেশন স্থাপন করবে যার মাধ্যমে চীনসহ পুরো অঞ্চলকে নজরে রাখা সম্ভব হবে। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বেইজিং এ বিষয়ে কিছুটা বিব্রত হলেও ভারত ও ভিয়েতনামের মাঝে এ নিয়ে সম্পর্ক আরো জোরদার হবে বলে অভিমত বিষেশজ্ঞদের। উভয় দেশেরই চীনের সঙ্গে ভূখণ্ড নিয়ে বিরোধ রয়েছে।
পৃথিবীর উপরে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহগুলো সাধারণত প্রযুক্তি, পরিবেশ ও কৃষিকাজের সুবিধার্থে ব্যবহৃত হয়। কিন্তু চাইলে সামরিক ক্ষেত্রেও এগুলো ব্যবহার করা যেতে পারে বলে জানায় বিশেষজ্ঞরা।
হ্যানোই সবসময়ই এমন উন্নত প্রযুক্তি ব্যবহার করতে চেয়েছে। বিশেষ করে চীনের সঙ্গে দক্ষিণ চীনা সাগর নিয়ে বিরোধ রয়েছে। ভারতের বেশ কয়েকটি স্টেশন ছাড়াও আন্দামান ও নিকোবার দ্বীপে স্থলঘাটিও রয়েছে।
সূত্র: রয়টার্স
মন্তব্য চালু নেই