সমকামীদের জন্য ভারতে বিশেষ ট্যাক্সি সার্ভিস
ভারতের মুম্বাই শহরে প্রথমবারের মত সমকামী ও হিজড়াদের জন্য বিশেষ ট্যাক্সি সার্ভিস চালু করা হয়েছে।
উইংস ট্রাভেল এবং হামসাফার ট্রাস্ট নামে দু’টি প্রতিষ্ঠানের সহায়তায় সমকামীদের সংগঠন রেইনবো এ সেবা চালু করেছে। এর মধ্যে হামসাফার একটি এনজিও প্রতিষ্ঠান। আর উইংস ট্রাভেসল পরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
সমকামীদের অধিকার প্রতিষ্ঠায় ভারতে কাজ করা হামসাফার ট্রাস্ট আশা করছে চলতি বছরের মধ্যেই মুম্বাইয়ের রাস্তায় সমকামী ও হিজড়াদের জন্য ১৫’শ গাড়ি চলাচল করবে।
রেইনবো প্রকল্প পরিচালক গণেশ সন্যাসী আলজাজিরাকে বলেন, ‘যখন কোন সমকামী বা হিজড়া যারা রাস্তায় ভিক্ষা করে, তারা সমগোত্রীয়দের মুম্বাই শহরে ট্যাক্সি চালাতে দেখবে। তখন তারাও চাইবে এর অংশীদার হতে।’
হামসাফার ট্রাস্টের পরামর্শক চৌহান আলজাজিরাকে বলেন, ‘আমাদের মত অনেকেই আছে যারা রাস্তায় যৌনকর্মী হিসেবে কাজ করে। ক্যাবে ড্রাইভিং শুধু আমাদের একটা চাকরির নিশ্চয়তাই দেবে না বরং সম্মান ও গ্রহণযোগ্যও করে তুলবে।’
সরকারি হিসাব মতে ভারতে প্রায় ২৫ লাখ সমকামী রয়েছে। ২০১৪ সালে মুম্বাই সুপ্রীমকোর্টে হিজড়াদের সমঅধিকার প্রদানের লক্ষ্যে একটি আইন পাস করা হয়েছিল। সমগ্র ভারতে এখনো সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হয়।
মন্তব্য চালু নেই