ওয়াশিং মেশিনে ৩৬২ কোটি টাকা!
যুক্তরাজ্যের এক নারী লটারিতে ৩৬২ কোটি ৬৯ লাখ টাকা(১৩ মিলিয়ন পাউন্ড) জয়ী হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, লটারির টিকিটটিই তিনি ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলেছেন। ভারতীয় বংশোদ্ভূত এক নাগরিকের দোকান থেকে তিনি লটারির টিকিটটি কেনেন।
নাতু প্যাটেল(৬৪) নামে ওই দোকানদার বিবিসিকে বলেন, লটারি জয়ী ওই নারী তার টিকিটটি ধুয়ে ফেলেছেন বলে আমাকে বলেছেন। তবে টিকিটটি অবস্থা খারাপ হলেও লেখা বুঝা যাচ্ছে। আমার মনে হয়, লটারি প্রতিষ্ঠান ‘ক্যামেলট’ কর্তৃপক্ষ টিকিট পরীক্ষা করে পুরস্কারের অঙ্কটি ওই নারীর কাছে হস্তান্তর করতে পারেন।
ক্যামেলট কর্তৃপক্ষ অবশ্য জয়ী টিকিটটি নিশ্চিত করেছেন। তারা ওই নারীকে ৩০ দিনের মধ্যে টিকিটসহ যোগাযোগ করার জন্য বলেছেন।
দেশটির জাতীয় লটারি কর্তৃপক্ষ এই বিষয়ে বলেছে, কেউ যদি মনে করে সে লটারিতে জয়ী হয়েছে এবং তার টিকিটটি হারানো গেছে, ধুয়ে ফেলেছেন, চুরি হয়েছে তাহলে ৩০ দিনের মধ্যে লটারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে।
মন্তব্য চালু নেই