ইরানের জলসীমায় ১০ মার্কিন নাবিক আটক

পারস্য উপসাগরে নিজেদের জলসীমায় প্রবেশের অভিযোগে যুক্তরাষ্ট্রের ১০ নাবিককে আটক করেছে ইরান।
যুক্তরাষ্ট্র বলছে, পেট্রোলচালিত দুটি ছোট নৌকাসহ তাদের ১০ নাবিককে আটক করেছে ইরান। নৌকা দুটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। পরে ইরানি বাহিনী নৌকা দুটি আটক করে ফারসি দ্বীপে নিয়ে যায়।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে পেন্টাগনের মুখপাত্র পিটার কোক বলেছেন, তেহরান বলেছে, খুব শিগগিরই নৌকাসহ নাবিকদের ছেড়ে দেওয়া হবে।
ইরানের বার্তা সংস্থা ফারস জানায়, নাবিকরা ইরানের জলসীমায় ঢুকেছিল। পরে ইরানি রিভ্যলিউশনারি গার্ড এক নারী ও নয় পুরুষ নাবিকের ওই দলকে নৌকাসহ আটক করে।
































মন্তব্য চালু নেই