বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকা অ্যাসিডে ঝলসে দিল প্রেমিকের মুখ

বিয়ে করতে রাজি না হওয়ায় অ্যাসিড দিয়ে প্রেমিকের মুখ ঝলসে দিলেন প্রেমিকা। প্রেমিককে (২১) বাড়িতে ডেকে তার মুখে অ্যাসিড ছুড়ে দেয় ক্ষুব্ধ প্রেমিকা।

ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় রোববার রাতে এই রোমহর্ষক ঘটনা ঘটে। সম্পর্ক নিয়ে জটিলতায় মেয়েটি এমন কাজ করে বসবে, তা বিশ্বাস করতে পারছে না স্বজনরা। পুলিশও বিস্মিত ও মর্মাহত।

মান্দাওয়ার পুলিশ স্টেশনে দাখিল করা এফআইআরে মেয়েটির নাম বলা হয়েছে আফরিন। প্রেমিক সোরাজ কুমারকে আফরিন তার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করেন। খুশিমনে সোরাজ আফরিনের বাড়িতে যান। কিন্তু তার বিরুদ্ধে প্রেমিকা কী করতে চলেছেন, তা তিনি আন্দাজও করতে পারেননি।

সোরাজ কুমারের মুখের ২০ শতাংশ অ্যাসিডে পুড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন আশঙ্কামুক্ত। তবে মুখ কিছুটা বিকৃত হয়ে যেতে পারে।

সোরাজ কুমার বলেন, আমি হিন্দু ও আফরিন মুসলিম। আমাদের ধর্ম আলাদা, আমরা বিয়ে করতে পারি না। আমি তাকে বলেছিলাম, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর এতেই সে আমার ওপর রেগে যায়।

তিনি আরো বলেন, আফরিন আমাকে তার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে। আমি যাই এবং একসঙ্গে রাতের খাবার খাই। এরপর আমি যখন বাড়ি ফিরে যাচ্ছিলাম, তখন আফরিন ফোন করে আমাকে তার বাড়িতে আবার ডেকে আনে। তার সামনে যেতেই সে আমার মুখে অ্যাসিড ঢেলে দেয়।

সোরাজ বিকমএবং আফরিন বিএর শিক্ষার্থী। কলেজ থেকে তারা প্রেমে পড়েন।



মন্তব্য চালু নেই