তরুণীদের প্রতি দুর্বলতা নিয়ে এমপির দিলখোলা স্বীকারোক্তি

অল্প বয়সী এক তরুণীকে যৌন উত্তেজক ক্ষুদে বার্তা পাঠানোর অভিযোগে বহিষ্কৃত হয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সাংসদ সিমন ডাঙ্কজোক।তরুণীদের উত্তেজক বার্তা পাঠানো ছিল রীতিমতো তার নেশা।

সিমন ডাঙ্কজোক তার এই আচরণের কথা অকপটে স্বীকারও করেছেন। তিনি বলেছেন, অল্পবয়সী তরুণীদের প্রতি তিনি বরবারই দুর্বল। ১৭ বছরের এক তরুণীকে তিনি যৌনতাপূর্ণ ক্ষুদে বার্তা পাঠিয়েছেন। কারণ ওই সময় তিনি মাতাল এবং যৌন উত্তেজনায় ছিলেন।

৪৯ বছর বয়সী ডাঙ্কজোক দ্য সান পত্রিকাকে জানান, মদ খাওয়ার কারণেই তার আচরণে সমস্যা তৈরি হয়েছে। এই কারণে তিনি ক্ষমাপ্রার্থী।

সিমন বলেছেন, কিছু পুরুষ বয়স্ক নারীদের পছন্দ করে, কেউ বা অল্প বয়সী নারীদের। কেউ কালো চুলের নারীদের পছন্দ করে, কেউ বা স্বর্ণকেশীদের। আর আমি অল্প বয়সী নারীদের প্রতি বিশেষ দুর্বল।

সিমন ডাঙ্কজোক জানান, তিনজন অল্পবয়সী নারীর সঙ্গে সম্পর্ক করেছেন, যারা তার থেকে ১০ থেকে ১৭ বছরের ছোট ছিল।



মন্তব্য চালু নেই