টিনের বাক্স থেকে উদ্ধার ১২টি তাজা বোমা
টিনের বাক্স থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ৷ বৃহস্পতিবার তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় রায়গঞ্জের বরুয়া গ্রাম পঞ্চায়েতের কুরিয়াল গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার মাছ ধরতে এসে গ্রামের একটি পুকুর পাড় থেকে একটি টিনের বাক্স পরে থাকতে দেখেন স্থানীয় মৎস্যজীবীরা৷বাক্সের ভেতরে প্রায় বারোটি তাজা বোমা দেখতে পান তারা৷ খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ৷ সূত্রের খবর, বোমা গুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোমস্কোয়ার্ডের কর্মীদের খবর দেওয়া হয়েছে। তবে কারা এই বোমাগুলি কী উদ্দেশ্যে এখানে জমা করেছিল তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
মন্তব্য চালু নেই