তাজমহল দেখা হলো না সানিয়ার
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা তাজমহল পরিদর্শনে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে গেছেন।
জানা যায়, সতের শতকের নিদর্শন তাজমহল দেখতে ঈদের পরের দিন হাজির হন সানিয়া মির্জা। কিন্তু তিনি সেখানে যেতে দেরি করে ফেলেন। প্রবেশ করার জন্য যে নির্ধারিত সময় ছিল তা অতিক্রম করায় তাকে ঢুকতে দেয়া হয়নি।
সানিয়া মির্জা সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ইনচনে সাকেথ মাইনেনির সঙ্গে জুটি গড়ে এশিয়ান গেমসে মিক্সড ডাবলে স্বর্ণ জয় করেছেন।
মন্তব্য চালু নেই