ঝিনাইগাতী এডিপিতে এন.জি.ও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী এডিপি.ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উপজেলায় কর্মরত এন.জি.ও কর্মকর্তাদের নিয়ে ২১ডিসেম্বর সোমবার সকালে এডিপি’র হল রুমে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এলাকার হত-দরিদ্র জনগনকে সমন্বয়ে কিভাবে সেবার মান বাড়ানো যায় এ বিষয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহ পিদিম ফাউন্ডেশন, ব্র্যাক, কারিতাস, সূয়েৃর হাঁসি, সোনে ইন্টারনেশনাল, র‌্যাসডো, কাল্ব, বিভিন্ন সি.বি.ও এবং সি.বি.ডি.এম.সি’র প্রতিনিধিগণ উপস্থিত থেকে তাদের স্ব-স্ব সংস্থার পক্ষে তাদের কার্যক্রম উপস্থাপন করেন।

আলোচনা সভায় ঝিনাইগাতী এডিপি ম্যানেজার মিঃ বেনজামিন মারাক সকলকে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য আহবান জানান।



মন্তব্য চালু নেই